০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় রাতে শিক্ষার্থীদের আড্ডা-ঘোরাফেরা বন্ধে ছদ্মবেশে ইউএনও’র অভিযান কুমিল্লায় খাবার হোটেলে মাদক বিক্রি; সেনা অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দাউদকান্দিতে সদ্যযোগদানকৃত ইউএনও’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় কুমিল্লার রহমত আলী মৎস্য খাতে পেলেন জাতীয় স্বর্ণপদক কুমিল্লায় প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১

কুমিল্লায় ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল ও উপহার পেলো ৪২ শিশু-কিশোর

  • তারিখ : ১০:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • 18

আশিক ইরান।।
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১৩ শিশু-কিশোর পেলেন বাইসাইকেল উপহার। কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের নূর ফাউন্ডেশন ও প্রবাসী যুব সমাজে যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।

শুক্রবার (২ মে) বিকেলে পাঁচকিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৩ শিশু কিশোরসহ মোট ৪২ জনকে পুরস্কৃত হয়। ৬ থেকে ১৪ বছর বয়সি শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশ নেন। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে পড়ার টেবিল পেয়েছেন ১১ জন, ডিনারসেট ১২ জন, বাকিদের মাঝে পাঞ্জাবি ও আল কোরআন কপি বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ময়নামতি দারুসসুন্নাত আলিম মাদ্রাসার শিক্ষক পাঁচকিত্তা জামে মসজিদের খতিব ও ইসলামি চিন্তাবিদ মাওলানা ফারুক আহমেদ বলেন, এমন উদ্যোগ যে কোনো সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা ইসলামের সঠিক বার্তা পাবে ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। শিশুরা উত্তম চরিত্র অর্জনে পরিবারের পাশাপাশি সামাজিকভাবে উৎসাহ-উদ্দীপনা পাবে।

নূর ফাউন্ডেশনের তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান ভূঁইয়া বলেন, শিশুরা যেন ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যেই নূর ফাউন্ডেশনের উত্তম চরিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুর রশিদ, আব্দুল হক মেম্বার, আব্দুল মতিন, আব্দুর রব, নূর ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা সফিউল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়াসহ ফাউন্ডেশনের সকল সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লায় ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল ও উপহার পেলো ৪২ শিশু-কিশোর

তারিখ : ১০:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আশিক ইরান।।
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১৩ শিশু-কিশোর পেলেন বাইসাইকেল উপহার। কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের নূর ফাউন্ডেশন ও প্রবাসী যুব সমাজে যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।

শুক্রবার (২ মে) বিকেলে পাঁচকিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৩ শিশু কিশোরসহ মোট ৪২ জনকে পুরস্কৃত হয়। ৬ থেকে ১৪ বছর বয়সি শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশ নেন। অন্যান্য প্রতিযোগীদের মধ্যে পড়ার টেবিল পেয়েছেন ১১ জন, ডিনারসেট ১২ জন, বাকিদের মাঝে পাঞ্জাবি ও আল কোরআন কপি বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে ময়নামতি দারুসসুন্নাত আলিম মাদ্রাসার শিক্ষক পাঁচকিত্তা জামে মসজিদের খতিব ও ইসলামি চিন্তাবিদ মাওলানা ফারুক আহমেদ বলেন, এমন উদ্যোগ যে কোনো সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা ইসলামের সঠিক বার্তা পাবে ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। শিশুরা উত্তম চরিত্র অর্জনে পরিবারের পাশাপাশি সামাজিকভাবে উৎসাহ-উদ্দীপনা পাবে।

নূর ফাউন্ডেশনের তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান ভূঁইয়া বলেন, শিশুরা যেন ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যেই নূর ফাউন্ডেশনের উত্তম চরিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুর রশিদ, আব্দুল হক মেম্বার, আব্দুল মতিন, আব্দুর রব, নূর ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা সফিউল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়াসহ ফাউন্ডেশনের সকল সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।