নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনয়নের বরকোটা গ্রামে গ্রাম্য শালিস শেষে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। হত্যকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মো.জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷
গ্রেপ্তারকৃত মো.জাকির হোসেন বরকোটা(নোয়াপাড়া) গ্রামের মৃত নৈবর আলীর ছেলে৷
ঘটনাটি ঘটে বিটেশ্বর ইউনিয়নের বরকোটা পোস্ট অফিসের সামনে।নিহত শাকিল বিটেশ্বর গ্রামের আব্দুল মালেকের ছেলে৷সে পেশায় একজন কসাই ছিল৷
এলাকাবাসী ও মাংস ব্যবসায়ী নিহত শাকিলের দোকানের মালিক নবীর হোসেন বেপারী জানায়,শুক্রবার(১৬ মে)সন্ধ্যা ৬টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে বরকোটা পোস্ট অফিসের সামনে গ্রাম্য শালিস শেষে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আবুল মোল্লা মেম্বারের নেতৃত্বে তার ভাতিজা হাফিজুর রহমান,সাদ্দাম মোল্লা,আবুল মোল্লা ও সাখাওয়াত মোল্লাসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল শাকিলের উপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে৷গ্রাম্য শালিসের লোকজনরা সঙ্গে সঙ্গেই শাকিলকে গুরত্বতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথের মধ্যে তার মৃত্যু হয়৷
এদিকে ঘটনার সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান এবং শাকিল হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মো.জাকির হোসেন নামের একজন গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷তিনি আরো বলেন,এ হত্যাকান্ডের ঘটনায় যারাই জড়িত তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে৷
আরো দেখুন:You cannot copy content of this page