জহিরুল হক বাবু।।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে আগুন জ্বালিয়ে দেয়াসহ ভাঙচুরের ঘটনায় ছাত্রদল নেতা সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে মামলাটি দায়ের করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা টিপু।
মামলায় ছাত্রদল নেতাসহ পাঁচ জনের নাম উল্লেখ করা হয়, এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হল- কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ডের ধর্মসাগরের পশ্চিমপাড় এলাকার রশিদ মিয়ার ছেলে ছাত্রদল নেতা মোঃ মহসিন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আশরাফপুর ইয়াসিন মার্কেট এলাকার সালাউদ্দিন প্রকাশ্যে রকি, কুমিল্লা শাসনগাছা দফাদার বাড়ি এলাকার মোঃ সোহাগ হোসেন, কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ড কালিয়াজুরী এলাকার সাইফুল ইসলাম ও কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মারুফ আহমেদ।
মামলার বিবরণী উল্লেখ করা হয়, গত ১৭ই মে সন্ধ্যা ৬ঃ৪০ মিনিটে উল্লেখিত আসামিসহ অজ্ঞাত নামা আরো ২০ থেকে ৩০ জন অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, ধারালো চাপাতি, লাঠিসোটা, রড নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে আসে।
এ সময় তারা কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের লক্ষ্যে বিদ্বেষ উস্কানি মূলক স্লোগান দিতে থাকে। আসামিরা উস্কানি মূলক স্লোগান দিয়ে রাস্তায় চলাচলের মত যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ জনমনে আতঙ্ক ও ভয়-ভীতি সৃষ্টি করে।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সিদ্ধান্তকে অমান্য করে বিএনপি’র কার্যালয়ের ভিতরে প্রবেশ করে কার্যালয়ের দেয়ালে ঝুলানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরসহ কার্যালয়ের চেয়ার, টেবিল, গ্লাস, দরজা-জানালা ভাঙচুর করে।
এক পর্যায়ে দলীয় কার্যালয়ে থাকা মূল্যবান আসবাবপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলাকারীরা এ সময় সামনের সড়কে অস্ত্র প্রদর্শন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনের ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।
আরো দেখুন:You cannot copy content of this page