০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • তারিখ : ০৬:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • 121

আলমগীর কবির।।
বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) জেলা শিল্পকলা একাডেমীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান বলেন, মুরুব্বীদের চাইতে এখন আমাদের বেশী প্রয়োজন ছাত্র ও যুবসমাজকে নিয়ে ভাবার৷ কারণ যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের শিক্ষাঙ্গনে আজ শিক্ষার অধঃপতন ঘটেছে। সেখানে শিক্ষার পরিবেশ নেই। বর্তমান যুবসমাজকে দেখলেই মনে হয় কোনো ছিনতাইকারীর খপ্পরে পড়লাম কিনা। কারণ, তাদের চলনবলন ও চুলের স্টাইল দেখলে বিব্রত হতে হয়। যুবসমাজ আজ অন্ধকারে নিমজ্জিত। তারা নষ্ট হয় মাদকের কঠিন ছোবলে। তারপর, সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাবে যুবসমাজ নষ্ট হচ্ছে। পড়ালেখা না করে রাতের পর রাত মোবাইলে সময় দিয়ে জীবন নষ্ট করছে আজকের যুবসমাজ।

তিনি আরো বলেন, আগে পড়াশুনার আলাদা রুটিন ছিলো আমাদের। কিন্তু, এখন আমাদের ছাত্ররা রুটিন করে পড়ালেখা করে কিনা জানা নেই আমার৷ তারা পড়ালেখার মূল সময়েই দেখা যায় আড্ডা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে, সময় নষ্ট করছে৷ যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমাদের ছাত্র ও যুবসমাক ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, তাই আমরা যুব ও ছাত্রসমাজকে ইসলামী আদর্শে জীবন ধারণ করানোর উদ্যোগ নিয়েছি। তাদেরকে দেখলেই যেন মনে হয়, তারা একজন আদর্শ যুবক। সেই চিন্তা থেকেই আমাদের সংগঠন গঠিত হয়েছে। আমাদের সংগঠন প্রচলিত রাজনৈতিক দলের মতো নয়। বর্তমানের প্রচলিত ধারার রাজনীতি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রাজনীতি। এই রাজনীতি পরিবার, সমাজ ও গোটা জাতির মধ্যে বিভক্তি করছে। এর কুফল প্রত্যেক মানুষ কোনোনা কোনোভাবে পেয়েছে। আমাদের উদ্দেশ্য এমন রাজনীতি নয়। কারণ, ইসলামে নামাজ, রোজা, যাকা, হজ্বের পাশাপাশি রাজনীতির কথাও বলা হয়েছে।

তিনি যোগ করেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য প্রচলিত রাজনীতি যারা করে তাদেরকে সেখান থেকে বের করে রাসূলের রাজনীতির পথে নিয়ে আসা। এদেশে একজন আদর্শ নাগরিক গঠনেই আমাদের এ সংগঠন কাজ করবে। আমাদেরকে আল্লাহর রাসূল (সাঃ) এর তরিকাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে।

এর আগে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মাও. জিএম আবু বকর।

পরে, বিষয়ভিত্তিক আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান, বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইদুল ইসলাম আল আমিন মাহমুদী, দারুল হুদা কামিল মাদ্রাসার সেকেন্ড মুফাসসির মাওলানা মোঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ তালিমে হিজবুল্লার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাহেব, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।

অতিথিবৃন্দদের আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজর মো. শামসুদ্দোহা, ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা শফিউল্লাহ ও বাংলাদেশ যুব কাফেলার উপদেষ্টা মাওলানা মোবারক হোসাইন।

এসময় সম্মেলনে ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কুমিল্লার জেলার বিভিন উপজেলা ও থানা কমিটি ঘোষণা করা হয়৷ কমিটি ঘোষণার পর বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজর মো. শামসুদ্দোহা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সম্মেলনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মাদরাসার অর্ধসহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

error: Content is protected !!

বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারিখ : ০৬:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

আলমগীর কবির।।
বাংলাদেশ ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) জেলা শিল্পকলা একাডেমীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান বলেন, মুরুব্বীদের চাইতে এখন আমাদের বেশী প্রয়োজন ছাত্র ও যুবসমাজকে নিয়ে ভাবার৷ কারণ যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের শিক্ষাঙ্গনে আজ শিক্ষার অধঃপতন ঘটেছে। সেখানে শিক্ষার পরিবেশ নেই। বর্তমান যুবসমাজকে দেখলেই মনে হয় কোনো ছিনতাইকারীর খপ্পরে পড়লাম কিনা। কারণ, তাদের চলনবলন ও চুলের স্টাইল দেখলে বিব্রত হতে হয়। যুবসমাজ আজ অন্ধকারে নিমজ্জিত। তারা নষ্ট হয় মাদকের কঠিন ছোবলে। তারপর, সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাবে যুবসমাজ নষ্ট হচ্ছে। পড়ালেখা না করে রাতের পর রাত মোবাইলে সময় দিয়ে জীবন নষ্ট করছে আজকের যুবসমাজ।

তিনি আরো বলেন, আগে পড়াশুনার আলাদা রুটিন ছিলো আমাদের। কিন্তু, এখন আমাদের ছাত্ররা রুটিন করে পড়ালেখা করে কিনা জানা নেই আমার৷ তারা পড়ালেখার মূল সময়েই দেখা যায় আড্ডা দিচ্ছে ঝাঁকে ঝাঁকে, সময় নষ্ট করছে৷ যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমাদের ছাত্র ও যুবসমাক ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, তাই আমরা যুব ও ছাত্রসমাজকে ইসলামী আদর্শে জীবন ধারণ করানোর উদ্যোগ নিয়েছি। তাদেরকে দেখলেই যেন মনে হয়, তারা একজন আদর্শ যুবক। সেই চিন্তা থেকেই আমাদের সংগঠন গঠিত হয়েছে। আমাদের সংগঠন প্রচলিত রাজনৈতিক দলের মতো নয়। বর্তমানের প্রচলিত ধারার রাজনীতি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রাজনীতি। এই রাজনীতি পরিবার, সমাজ ও গোটা জাতির মধ্যে বিভক্তি করছে। এর কুফল প্রত্যেক মানুষ কোনোনা কোনোভাবে পেয়েছে। আমাদের উদ্দেশ্য এমন রাজনীতি নয়। কারণ, ইসলামে নামাজ, রোজা, যাকা, হজ্বের পাশাপাশি রাজনীতির কথাও বলা হয়েছে।

তিনি যোগ করেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য প্রচলিত রাজনীতি যারা করে তাদেরকে সেখান থেকে বের করে রাসূলের রাজনীতির পথে নিয়ে আসা। এদেশে একজন আদর্শ নাগরিক গঠনেই আমাদের এ সংগঠন কাজ করবে। আমাদেরকে আল্লাহর রাসূল (সাঃ) এর তরিকাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে।

এর আগে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক মাও. জিএম আবু বকর।

পরে, বিষয়ভিত্তিক আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম মাহমুদী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান, বাংলাদেশ ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইদুল ইসলাম আল আমিন মাহমুদী, দারুল হুদা কামিল মাদ্রাসার সেকেন্ড মুফাসসির মাওলানা মোঃ গোলাম রাব্বানী, বাংলাদেশ তালিমে হিজবুল্লার সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাহেব, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।

অতিথিবৃন্দদের আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজর মো. শামসুদ্দোহা, ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা শফিউল্লাহ ও বাংলাদেশ যুব কাফেলার উপদেষ্টা মাওলানা মোবারক হোসাইন।

এসময় সম্মেলনে ইসলামী যুব কাফেলা ও ছাত্র কাফেলার কুমিল্লার জেলার বিভিন উপজেলা ও থানা কমিটি ঘোষণা করা হয়৷ কমিটি ঘোষণার পর বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুজর মো. শামসুদ্দোহা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সম্মেলনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মাদরাসার অর্ধসহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।