১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

৮২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া কুমিল্লার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • তারিখ : ০৪:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • 70

স্টাফ রিপোর্টার।।
পিকআপ ভ্যান ভর্তি ৮২ কেজি গাঁজাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা রাসেল মাহমুদকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব-১০-এর একটি দল। এ ঘটনার পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান।

তিনি জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার অধীন শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো জানান, কারো ব্যক্তিগত অপরাধ, অনৈতিক আচরণ বা সংগঠনের নীতিবিরুদ্ধ কোনো কার্যকলাপের দায় ছাত্রদল বহন করবে না। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল কোনো ব্যক্তি বিশেষের অপরাধকে সংগঠনের দায় হিসেবে গ্রহণ করে না এবং করবে না। ছাত্রদলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার এবং যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সংগঠনের প্যাডে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল এহসানের (নাছির উদ্দিন) সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমানের সিদ্ধান্ত মোতাবেক রাসেল মাহমুদকে বহিষ্কার করা হয় এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়। অভিযুক্ত রাসেল মাহমুদ ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। রাসেল শশীদল ইউনিয়ন বাগড়া গ্রামের বাসিন্দা। তার সঙ্গে আরো তিনজনকে আটক করা হয়েছে।

তারা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন মানরা গ্রামের মো. ইউসুফ, ব্রাহ্মণপাড়া সদর ছাতিয়ানি গ্রামের সুজন ও একই উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম সাব্বির।

error: Content is protected !!

৮২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া কুমিল্লার সেই ছাত্রদল নেতা বহিষ্কার

তারিখ : ০৪:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
পিকআপ ভ্যান ভর্তি ৮২ কেজি গাঁজাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্রদল নেতা রাসেল মাহমুদকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব-১০-এর একটি দল। এ ঘটনার পর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান।

তিনি জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার অধীন শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো জানান, কারো ব্যক্তিগত অপরাধ, অনৈতিক আচরণ বা সংগঠনের নীতিবিরুদ্ধ কোনো কার্যকলাপের দায় ছাত্রদল বহন করবে না। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল কোনো ব্যক্তি বিশেষের অপরাধকে সংগঠনের দায় হিসেবে গ্রহণ করে না এবং করবে না। ছাত্রদলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার এবং যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সংগঠনের প্যাডে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল এহসানের (নাছির উদ্দিন) সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমানের সিদ্ধান্ত মোতাবেক রাসেল মাহমুদকে বহিষ্কার করা হয় এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়। অভিযুক্ত রাসেল মাহমুদ ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। রাসেল শশীদল ইউনিয়ন বাগড়া গ্রামের বাসিন্দা। তার সঙ্গে আরো তিনজনকে আটক করা হয়েছে।

তারা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন মানরা গ্রামের মো. ইউসুফ, ব্রাহ্মণপাড়া সদর ছাতিয়ানি গ্রামের সুজন ও একই উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম সাব্বির।