স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দৌলদ্দি গ্রামের বাসিন্দা খোকন মিয়া নামের একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে৷ এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন,দাউদকান্দি পৌরসভার স্বাস্থ্য সহকারী মোঃ সেলিম মিয়া৷
মৃত খোকন মিয়া (৫৫) ৯নং ওয়ার্ডের দৌলদ্দি গ্রামের মৃতঃ আবদুল গফুর মিয়া ছেলে৷ খোকন মিয়া দাউদকান্দি পোষ্ট অফিসের সামনে ক্ষুদ্র পান ব্যবসায়ী ছিলেন৷
মঙ্গলবার(২৪ জুন) সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের দৌলদ্দি গ্রামের বাসিন্দা খোকন মিয়া ঢাকার কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে এলাকার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নীরিক্ষার পর ডেঙ্গু পজিটিভ হয়।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার(২২ জুন)সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়৷
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান,দাউদকান্দি পৌরসভায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়৷