০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল; ৬ নেতাকর্মী গ্রেফতার

  • তারিখ : ১০:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 13

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

জানা যায়, গত রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওই মিছিলের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারাণ সম্পাদক ইসরাফিল পিয়াস।

এক মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে তিনি লিখেন “অবৈধ দখলদার বিদেশি এজেন্ট, সুদখোর ইউনূসের রাহুগ্রাস হতে বাংলাদেশের মুক্তি কামনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আজকের বিক্ষোভ মিছিল”

এদিকে মিছিলের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় বুড়িচং থানা পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বুড়িচং থানার আবিদপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৪), একই উপজেলার কাকিয়ারচর গ্রামের মুন্সির ছেলে মোহাম্মদ কামরুল হাসান (১৯), আবিদপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সজিব (২৩), একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সাইদুল ইসলাম ২৭, কুমিল্লা কোতোয়ালি থানার বল্লভপুর গ্রামের মৃত ইব্রাহিম কন্টাকটারের ছেলে মেহেদী হাসান রিমন (৩০) ও কোতোয়ালি থানার তৈতয়ারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ তোফায়েল আহমেদ (৩২)।

মঙ্গলবার দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক আরও জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলার দায়ে বুড়িচং থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল; ৬ নেতাকর্মী গ্রেফতার

তারিখ : ১০:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

জানা যায়, গত রবিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওই মিছিলের ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারাণ সম্পাদক ইসরাফিল পিয়াস।

এক মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে তিনি লিখেন “অবৈধ দখলদার বিদেশি এজেন্ট, সুদখোর ইউনূসের রাহুগ্রাস হতে বাংলাদেশের মুক্তি কামনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আজকের বিক্ষোভ মিছিল”

এদিকে মিছিলের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় বুড়িচং থানা পুলিশ। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৬ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বুড়িচং থানার আবিদপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৪), একই উপজেলার কাকিয়ারচর গ্রামের মুন্সির ছেলে মোহাম্মদ কামরুল হাসান (১৯), আবিদপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সজিব (২৩), একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সাইদুল ইসলাম ২৭, কুমিল্লা কোতোয়ালি থানার বল্লভপুর গ্রামের মৃত ইব্রাহিম কন্টাকটারের ছেলে মেহেদী হাসান রিমন (৩০) ও কোতোয়ালি থানার তৈতয়ারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ তোফায়েল আহমেদ (৩২)।

মঙ্গলবার দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক আরও জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলার দায়ে বুড়িচং থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।