জহিরুল হক বাবু।।
মাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এড়াতে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ হানিফ (৩৫) অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ দল।
র্যাব সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ মে মাদক পরিবহনের সময় হানিফকে প্রথম গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন, অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন।
রায় ঘোষণার পর থেকেই হানিফ আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত ও আটক করা হয়।
র্যাব আরও জানায়, মোঃ হানিফ কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
আটক হানিফের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।