০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত কুমিল্লায় জুলাই মাসে ১১টি হত্যা, ধর্ষণের মামলার ৮টি কুমিল্লায় ৩৩ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায়; কাঁদলেন এলাকাবাসী সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন

কুমিল্লায় রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 55

জহিরুল হক বাবু।।
আসন্ন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা (২৭ জুন) ও উল্টো রথযাত্রা (৫ জুলাই) উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কুমিল্লা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সভায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়। জানানো হয়, রথযাত্রা চলাকালীন পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা দল এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। উৎসবের সুশৃঙ্খল ও নিরাপদ পরিচালনার লক্ষ্যে নির্ধারিত রুট ও সময়ের মধ্যে রথযাত্রা সম্পন্ন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নামাজ ও আযানের সময় লাউড স্পিকার/বাদ্যযন্ত্র বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। নিরাপত্তার অংশ হিসেবে রথযাত্রায় ব্যাগ-পোটলা নিয়ে অংশ না নেওয়া, নিজস্ব স্বেচ্ছাসেবক নিযুক্ত করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ করে শুক্রবার বিকেলে জনসমাগম বেশি হয় বিধায় সকলকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুস ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, কুমিল্লা মহানগরের রথযাত্রা কমিটির প্রতিনিধিসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

কুমিল্লায় রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারিখ : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

জহিরুল হক বাবু।।
আসন্ন শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা (২৭ জুন) ও উল্টো রথযাত্রা (৫ জুলাই) উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কুমিল্লা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সভায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়। জানানো হয়, রথযাত্রা চলাকালীন পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা দল এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। উৎসবের সুশৃঙ্খল ও নিরাপদ পরিচালনার লক্ষ্যে নির্ধারিত রুট ও সময়ের মধ্যে রথযাত্রা সম্পন্ন করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নামাজ ও আযানের সময় লাউড স্পিকার/বাদ্যযন্ত্র বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। নিরাপত্তার অংশ হিসেবে রথযাত্রায় ব্যাগ-পোটলা নিয়ে অংশ না নেওয়া, নিজস্ব স্বেচ্ছাসেবক নিযুক্ত করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

বিশেষ করে শুক্রবার বিকেলে জনসমাগম বেশি হয় বিধায় সকলকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুস ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, কুমিল্লা মহানগরের রথযাত্রা কমিটির প্রতিনিধিসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।