কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আলমগীর কবির।।
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় কুমিল্লা ক্লাব হলরুমে।

বুধবার সকালে কান্দিরপাড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন। পরে অতিথিরা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামীর বাসযোগ্য পৃথিবী গড়তে বনায়নের বিকল্প নেই। প্রতিটি নাগরিককে অন্তত দুটি গাছ লাগাতে হবে। কোনো পরিত্যক্ত জায়গা যেন অনাবাদী না থাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারুল ইসলাম জুয়েল এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিলীপ কুমার দাস।

বৃক্ষমেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো জুলাই মাস জুড়ে চলবে এ মেলা। এতে জেলার বিভিন্ন নার্সারি তাদের উৎপাদিত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page