০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

  • তারিখ : ১১:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 62

বি এম ফয়সাল।।
রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতার হাতে এক ব্যবসায়ীর নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, “মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে”, “ভোলায় ধর্ষণ কেন? তারেক রহমান জবাব দে”, “যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন”, “আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই” সহ আরও নানা প্রতিবাদী স্লোগান।

আন্দোলন শেষে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব মো. রাশেদুল হাসান বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে একটি দল এখনো ক্ষমতায় আসেনি, অথচ জনগণের ক্ষোভ ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক দলের বন্ধুরা হাসিনার পতনের আন্দোলনে রাজপথে রক্ত ঝরিয়েছে। কিন্তু আজ তাদেরই দলের কর্মীরা রাজপথে পাথর দিয়ে মানুষ হত্যা করছে। আমরা যে রাষ্ট্র নির্মাণের জন্য সংগ্রাম করেছি, তা এখনও বাস্তবায়ন করতে পারিনি। ‘সংস্কার-সংস্কার’ করতে গিয়ে সংস্কারের ‘স’ পর্যন্ত হয়নি। এখনো যারা ক্ষমতায় আসেনি, তারা মনে করছে তারাই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আছে। ইন্টারিম সরকার যে একটি ব্যর্থ সরকার, তা বারবার প্রমাণিত হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, “আজকে মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে। বিএনপি চাঁদার জন্য একজন মানুষকে হত্যা করেছে। আমরা কখনোই চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দিতে পারি না। বিএনপি যদি চাঁদাবাজদের রুখতে না পারে, তাহলে তরুণ সমাজ মোক্ষম জবাব দেবে। বিএনপির বড় বড় চাঁদাবাজ নেতাদের বলছি—আপনারা আপনাদের উশৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করুন, না হলে এই দেশের জনগণ আপনাদের জবাব দেবে। এ দেশের মানুষ এখন কথা বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, এখন আর মুখ বন্ধ করে সহ্য করবে না।”

উল্লেখ্য, যুবদল কর্তৃক রাজধানীর মিডফোর্ডে পাথর মেরে হত্যা করা হয়েছে মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে। গত ৮ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

error: Content is protected !!

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

তারিখ : ১১:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বি এম ফয়সাল।।
রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতার হাতে এক ব্যবসায়ীর নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়, “মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে”, “ভোলায় ধর্ষণ কেন? তারেক রহমান জবাব দে”, “যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন”, “আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই” সহ আরও নানা প্রতিবাদী স্লোগান।

আন্দোলন শেষে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব মো. রাশেদুল হাসান বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে একটি দল এখনো ক্ষমতায় আসেনি, অথচ জনগণের ক্ষোভ ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক দলের বন্ধুরা হাসিনার পতনের আন্দোলনে রাজপথে রক্ত ঝরিয়েছে। কিন্তু আজ তাদেরই দলের কর্মীরা রাজপথে পাথর দিয়ে মানুষ হত্যা করছে। আমরা যে রাষ্ট্র নির্মাণের জন্য সংগ্রাম করেছি, তা এখনও বাস্তবায়ন করতে পারিনি। ‘সংস্কার-সংস্কার’ করতে গিয়ে সংস্কারের ‘স’ পর্যন্ত হয়নি। এখনো যারা ক্ষমতায় আসেনি, তারা মনে করছে তারাই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আছে। ইন্টারিম সরকার যে একটি ব্যর্থ সরকার, তা বারবার প্রমাণিত হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, “আজকে মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে একজন মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে। বিএনপি চাঁদার জন্য একজন মানুষকে হত্যা করেছে। আমরা কখনোই চাঁদাবাজদের হাতে দেশকে তুলে দিতে পারি না। বিএনপি যদি চাঁদাবাজদের রুখতে না পারে, তাহলে তরুণ সমাজ মোক্ষম জবাব দেবে। বিএনপির বড় বড় চাঁদাবাজ নেতাদের বলছি—আপনারা আপনাদের উশৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণ করুন, না হলে এই দেশের জনগণ আপনাদের জবাব দেবে। এ দেশের মানুষ এখন কথা বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, এখন আর মুখ বন্ধ করে সহ্য করবে না।”

উল্লেখ্য, যুবদল কর্তৃক রাজধানীর মিডফোর্ডে পাথর মেরে হত্যা করা হয়েছে মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে। গত ৮ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।