০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা শাসনগাছা এলাকায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু কুমিল্লায় বালুর স্তূপ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার বহির্বিশ্বে দ্বীনের খেদমত প্রচারের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় গেলেন রাজাপুরা দরবারের পীর সাহেব কুমিল্লায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলের কক্ষে বহিরাগত নারী-পুরুষ; শিক্ষার্থীরা বিব্রত কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যাকাণ্ডে মৌন মিছিল কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন!

“অপপ্রচারে বিভ্রান্ত নয়, তারেক রহমান আছেন কোটি মানুষের হৃদয়ে” -ড. খন্দকার মারুফ হোসেন

  • তারিখ : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 29

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, তারেক রহমান এই দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, “সময়ে সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী তারেক রহমানকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমানের শক্তিশালী কণ্ঠ বিশ্বব্যাপী প্রকম্পিত হচ্ছে, তখনই দেখা যাচ্ছে—কিছু চিহ্নিত গোষ্ঠী সেই সরকারের তাবেদারিতে নিজেদের ব্যস্ত রেখেছে। এমনকি একটি দল পরবর্তীতে ফ্যাসিস্টদের ক্ষমা করার ঘোষণাও দিয়েছে।”

ড. মারুফ আরও লিখেন, “বিশেষ করে তারেক রহমানের প্রধান উপদেষ্টার সঙ্গে সফল বৈঠকের পর একটি মহল দিশেহারা হয়ে পড়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণায় নিজেদের জড়িয়ে ফেলেছে।”

তিনি মন্তব্য করেন, “তারেক রহমান কৃত্রিম আলো নন—তিনি এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ কোটি মানুষের আত্মবিশ্বাস ও প্রেরণার প্রতীক। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে। হারিকেন নিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।”

এই বক্তব্য পোস্ট দেওয়ার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি সমর্থকদের মাঝে আলোড়ন তোলে।

error: Content is protected !!

“অপপ্রচারে বিভ্রান্ত নয়, তারেক রহমান আছেন কোটি মানুষের হৃদয়ে” -ড. খন্দকার মারুফ হোসেন

তারিখ : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, তারেক রহমান এই দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, “সময়ে সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী তারেক রহমানকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমানের শক্তিশালী কণ্ঠ বিশ্বব্যাপী প্রকম্পিত হচ্ছে, তখনই দেখা যাচ্ছে—কিছু চিহ্নিত গোষ্ঠী সেই সরকারের তাবেদারিতে নিজেদের ব্যস্ত রেখেছে। এমনকি একটি দল পরবর্তীতে ফ্যাসিস্টদের ক্ষমা করার ঘোষণাও দিয়েছে।”

ড. মারুফ আরও লিখেন, “বিশেষ করে তারেক রহমানের প্রধান উপদেষ্টার সঙ্গে সফল বৈঠকের পর একটি মহল দিশেহারা হয়ে পড়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণায় নিজেদের জড়িয়ে ফেলেছে।”

তিনি মন্তব্য করেন, “তারেক রহমান কৃত্রিম আলো নন—তিনি এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ কোটি মানুষের আত্মবিশ্বাস ও প্রেরণার প্রতীক। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে। হারিকেন নিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।”

এই বক্তব্য পোস্ট দেওয়ার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি সমর্থকদের মাঝে আলোড়ন তোলে।