০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু বুড়িচংয়ে মাদকবিরোধী আলোচনার জেরে পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের নোয়াবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের নতুন নেতৃত্ব কমিটি ঘোষণা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু, পথচারী গুরুতর আহত ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর ঘর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লায় সিআইডি পরিচয়ে স্বর্ণালঙ্কার লুট ও চাঁদাবাজি: শ্রমিকদল নেতাসহ আটক ৫

  • তারিখ : ১১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 216

চান্দিনা প্রতিনিধি॥
কুমিল্লার চান্দিনায় নিজেকে সিআইডি সদস্য পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট এবং পরে মুক্তিপণ দাবি করার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন বিএনপিপন্থী শ্রমিকদল নেতা রয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে চান্দিনার ছায়কোট গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাত ১১টা পর্যন্ত চালানো যৌথ অভিযানে ভুক্তভোগী প্রবাসীকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মো. সোহেল সরকার জানান, তিনি গত ১১ জুলাই মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং সরাসরি চান্দিনার শ্বশুরবাড়িতে আসেন। রবিবার দুপুরে ৫-৬ জন লোক তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজেদের সিআইডি পরিচয় দেয়। পরে তারা সোহেলকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে, বিদেশ থেকে আনা ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন ও একটি স্মার্টফোন লুট করে এবং তাকে অপহরণ করে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা প্রবাসীর স্ত্রীকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

সোহেলের স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহেলকে উদ্ধার এবং অভিযুক্তদের মধ্যে সোহেল মুন্সিসহ দু’জনকে আটক করে। পরে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলো—

সোহেল মুন্সি (৩৯) – চান্দিনা পৌর শ্রমিকদল যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি

সোহাগ আহমেদ (৩৫) – মালাপদিয়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ

রাসেল মিয়া (২৯) – হাড়িয়া, মির্জাপুর, টাঙ্গাইল

হানিফ (২৭) – বীর চরমধুয়া, রায়পুরা, নরসিংদী

ফয়সাল (২৭) – শ্রীমন্তপুর, চান্দিনা, কুমিল্লা

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “সেনাবাহিনীর সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনায় মোট ৬ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (১৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ লুট হওয়া স্বর্ণালঙ্কার, আইফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি।

error: Content is protected !!

কুমিল্লায় সিআইডি পরিচয়ে স্বর্ণালঙ্কার লুট ও চাঁদাবাজি: শ্রমিকদল নেতাসহ আটক ৫

তারিখ : ১১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

চান্দিনা প্রতিনিধি॥
কুমিল্লার চান্দিনায় নিজেকে সিআইডি সদস্য পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট এবং পরে মুক্তিপণ দাবি করার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন বিএনপিপন্থী শ্রমিকদল নেতা রয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে চান্দিনার ছায়কোট গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাত ১১টা পর্যন্ত চালানো যৌথ অভিযানে ভুক্তভোগী প্রবাসীকে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।

ভুক্তভোগী মো. সোহেল সরকার জানান, তিনি গত ১১ জুলাই মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং সরাসরি চান্দিনার শ্বশুরবাড়িতে আসেন। রবিবার দুপুরে ৫-৬ জন লোক তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজেদের সিআইডি পরিচয় দেয়। পরে তারা সোহেলকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে, বিদেশ থেকে আনা ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন ও একটি স্মার্টফোন লুট করে এবং তাকে অপহরণ করে চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে যায়। সেখান থেকে তারা প্রবাসীর স্ত্রীকে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

সোহেলের স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোহেলকে উদ্ধার এবং অভিযুক্তদের মধ্যে সোহেল মুন্সিসহ দু’জনকে আটক করে। পরে পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলো—

সোহেল মুন্সি (৩৯) – চান্দিনা পৌর শ্রমিকদল যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি

সোহাগ আহমেদ (৩৫) – মালাপদিয়া, সিরাজদিখান, মুন্সিগঞ্জ

রাসেল মিয়া (২৯) – হাড়িয়া, মির্জাপুর, টাঙ্গাইল

হানিফ (২৭) – বীর চরমধুয়া, রায়পুরা, নরসিংদী

ফয়সাল (২৭) – শ্রীমন্তপুর, চান্দিনা, কুমিল্লা

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, “সেনাবাহিনীর সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনায় মোট ৬ জনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (১৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ লুট হওয়া স্বর্ণালঙ্কার, আইফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি।