মনোয়ার হোসেন।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার (২০ জুলাই) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনকালীন মৌলিক সংস্কার, প্রবাসীদের ভোটাধিকারসহ সাত দফা দাবি নিয়ে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব দাবির বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করতে ইতোমধ্যে উপজেলার হাটবাজার, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ, গণসংযোগ, পোস্টারিংসহ ব্যাপক দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহফুজুর রহমান ও সেক্রেটারি মো. বেলাল হোসাইন জানান, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ১২০টি মাইক্রোবাস, ৮০টি বাস এবং বহু প্রাইভেটকারযোগে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। কেউ কেউ আগেভাগেই আত্মীয়স্বজনদের বাসায় অবস্থান নিচ্ছেন।
উপজেলা জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই প্রেক্ষিতে জামায়াতে ইসলামী সাত দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে রয়েছে নির্বাচন-পূর্ব রাষ্ট্রীয় সংস্কার, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য, আহতদের সুচিকিৎসা, পিআর পদ্ধতিতে ভোট ও আইনশৃঙ্খলা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
সমাবেশ সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়ভাবে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের নেতারা। তাদের প্রত্যাশা, এই সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মীর সরব ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দেবে।
আরো দেখুন:You cannot copy content of this page