০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
“নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকির বাজার আনন্দ আইডিয়া ইসলামিক স্কুলে মিলাদ ও পুরস্কার বিতরণ কুমিল্লার দেবিদ্বারে মাদক কেলেঙ্কারিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যায় ক্লাস স্থগিত ঘোষণা কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, আহত ২০

  • তারিখ : ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 199

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক পক্ষের গরু অন্য পক্ষের জমিতে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে গুলি বিনিময় শুরু হলে নারী-শিশুসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হলেন— রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) এবং বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমা মজুমদার জানান, দুপুর ১টার পর গুলিবিদ্ধ তিন নারী ও এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “সকাল ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। এতে আমিসহ অনেকে গুলিবিদ্ধ হই।”

অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, “ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, আহত ২০

তারিখ : ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক পক্ষের গরু অন্য পক্ষের জমিতে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে গুলি বিনিময় শুরু হলে নারী-শিশুসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হলেন— রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) এবং বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। আহতদের প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমা মজুমদার জানান, দুপুর ১টার পর গুলিবিদ্ধ তিন নারী ও এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম অভিযোগ করে বলেন, “সকাল ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের নেতৃত্বে একদল লোক আমাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। এতে আমিসহ অনেকে গুলিবিদ্ধ হই।”

অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, “ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।