০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দিতে প্রবাসীর ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা, মূল আসামী গ্রেপ্তার দেবিদ্বারে ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হাসপাতালের উদ্বোধন সংখ্যালঘু শব্দে বিএনপি বিশ্বাসী নয়, এটা আ’লীগের সৃষ্ঠি- ড. খন্দকার মারুফ হোসেন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন কুবিতে জুলাই হামলা: তদন্ত সীমাবদ্ধ শুধু মিটিংয়েই মুরাদনগরে অবৈধ ট্রাভেলস এজেন্সি মালিকে ১০ হাজার টাকা জরিমানা দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ড্যাব নেতৃবৃন্দের সভা বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী

  • তারিখ : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 163

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহত মিশু ছাড়াও তাদের ১১ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী

তারিখ : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহত মিশু ছাড়াও তাদের ১১ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।