০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী

  • তারিখ : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 256

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহত মিশু ছাড়াও তাদের ১১ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী

তারিখ : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহত মিশু ছাড়াও তাদের ১১ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।