০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী

  • তারিখ : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 214

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহত মিশু ছাড়াও তাদের ১১ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

error: Content is protected !!

বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার; ভবন থেকে লাফিয়ে পালালেন স্বামী

তারিখ : ১১:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার রামপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন।

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, গত ১২ জুলাই রাজমিস্ত্রী মীর হোসেন বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পরে পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের মরদেহ পরে আছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার এবং দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিহত মিশু ছাড়াও তাদের ১১ বছরের আরেকটি কন্যা সন্তান রয়েছে।

তিনি বলেন, দুজনের মৃত্যুই বিষপানে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।