০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত

  • তারিখ : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 705

জহিরুল হক বাবু।।

কুমিল্লার শাসনগাছা হতে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, রোড ডিজাইন ইঞ্জিনিয়ার মো. গোলাম রাব্বানী, সাবেক অতিরিক্ত সচিব সাইদ হাসান শিকদার।

সভায় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং থানার এসআই মো. নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, বিএনপির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন দোলন, ভরাসার বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শামসুল হুদা, ছাত্র প্রতিনিধি ছাব্বির, আরিফ আহমদ মাহাদী, পিয়াস এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মাসুদ আলম বক্তব্য রাখেন।

এছাড়া পীরযাত্রাপুর ইউনিয়নের মেম্বার আবদুল হক, সদর ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিনসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়ন হলে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানানো হয়।

error: Content is protected !!

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণে অংশীজন সভা অনুষ্ঠিত

তারিখ : ১১:২৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।

কুমিল্লার শাসনগাছা হতে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, রোড ডিজাইন ইঞ্জিনিয়ার মো. গোলাম রাব্বানী, সাবেক অতিরিক্ত সচিব সাইদ হাসান শিকদার।

সভায় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং থানার এসআই মো. নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মো. অহিদুর রহমান, বিএনপির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বুড়িচং বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন দোলন, ভরাসার বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শামসুল হুদা, ছাত্র প্রতিনিধি ছাব্বির, আরিফ আহমদ মাহাদী, পিয়াস এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্র প্রতিনিধি মাসুদ আলম বক্তব্য রাখেন।

এছাড়া পীরযাত্রাপুর ইউনিয়নের মেম্বার আবদুল হক, সদর ইউনিয়নের মেম্বার জসিম উদ্দিনসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কটি উন্নয়ন হলে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণের যাতায়াত এবং পণ্য পরিবহনব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। সড়কটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে উন্নয়ন ও সম্প্রসারণের দাবি জানানো হয়।