১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার

  • তারিখ : ১২:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 617

জহিরুল হক বাবু।।

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানান, ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মীরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার ২ নম্বর আসামি মোঃ সাত্তার মিয়া(৪৮)কেও সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজরত অবস্থায় সায়মন রেজা (২৮) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলায় তার একটি কিডনি বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত সায়মনের বাবা, সাবেক সেনা সদস্য আলী হায়দার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

ওসি আজিজুল হক জানান, মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

error: Content is protected !!

কুমিল্লায় মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত: অভিযুক্ত ২ জন গ্রেপ্তার

তারিখ : ১২:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানান, ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মীরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার ২ নম্বর আসামি মোঃ সাত্তার মিয়া(৪৮)কেও সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজরত অবস্থায় সায়মন রেজা (২৮) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলায় তার একটি কিডনি বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত সায়মনের বাবা, সাবেক সেনা সদস্য আলী হায়দার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

ওসি আজিজুল হক জানান, মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।