জহিরুল হক বাবু
কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর–পয়াত সড়কের তিন রাস্তার মাথায় এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন—আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার ইয়াছিন মিয়ার ছেলে মো. শাহাদাত (২৫), বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. নাইম (২০), একই এলাকার এমদাদুল হকের ছেলে মো. অন্তর (২২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের দিকনির্দেশনায় থানার উপপরিদর্শক (এসআই) নাছিরুল্লাহ রুবেল, সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোবিন্দপুর–পয়াত তিন রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়। এসময় তাদের সহযোগী কাউসার নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, আটককৃত চার আসামি এবং পলাতক কাউসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, শনিবার দুপুরে আটক আসামিদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।