গাজী রুবেল
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন করা হয়েছে।
রোববার (১০আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সামনে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্রা
হ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, দৈনিক কুমিল্লার জমিন ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ফারুক আহাম্মদ, দৈনিক প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক গাজী রুবেল, চ্যানেল এস উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশীদ, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি সাইফুল ইসলাম ভূইয়া, দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আতাউর রহমান, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম শাকিল, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর স্টাফ রির্পোটার ঈমাম হোসেন, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ বাছির উদ্দিন, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি সোহেল খান চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি উসমান ভূইয়া, সাংবাদিক আফসার উদ্দিন, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর স্টাফ রির্পোটার সোহেল ইসলাম৷
মানববন্ধনে বক্তারা বলেন, গত সরকারের শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবীর হত্যাকাণ্ড ঘটেছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।