স্টাফ রিপোর্টার
কুমিল্লায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক কালবেলা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের ব্যবস্থাপক সাইমুম ইমতিয়াজ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে। পুলিশকে একজন সন্দেহভাজনকে শনাক্ত করার পরও পাঁচ দিন পার হয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সাইমুম ইমতিয়াজ জানান, সেদিন রাতে স্ত্রী ও শ্যালককে নিয়ে নগরীর টমছম ব্রিজ এলাকার শাকতলা পানি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউসের কাছে পৌঁছালে চারজন যুবক দেশীয় ধারালো অস্ত্র রামদা ও ছুরি হাতে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে তারা দুটি আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন, স্ত্রীর হাতে থাকা সাড়ে তিন লাখ টাকার হীরার আংটি এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি বলেন, “ঘটনার পর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং কয়েকজন সন্দেহভাজনের ছবি দেখায়। আমি তাদের মধ্যে একজনকে শনাক্ত করি।”
পরদিন শুক্রবার (৯ আগস্ট) রাতে ভুক্তভোগীর স্ত্রীর বড় ভাই জাকারিয়া জিয়া কুমিল্লা সদর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে থানায় একটি জিডিও করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “শনাক্ত হওয়া ছিনতাইকারীকে ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হয়েছে, তবে তাকে পাওয়া যায়নি। ছিনতাই হওয়া মোবাইলগুলো বন্ধ রয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি এবং নিশ্চিতভাবে তাদের গ্রেপ্তার করব।”