০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন

  • তারিখ : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 519

স্টাফ রিপোর্টার
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার চাচাতো ভাই ও স্থানীয় পুলিশের দায়ের করা মামলায় আটক বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বিকেল ৬টায় মুক্তি পাওয়া নেতা-কর্মীরা কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন, এতে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপি নেতাদের অভিযোগ, বিগত ১৭ বছরের আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শাসনে যেসব নেতা-কর্মী জেল খেটেছেন ও মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরকেই নতুন করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মুরাদনগর উপজেলা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সদ্য কারামুক্তরা বলেন, জনপ্রিয় নেতা ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে লক্ষ্য করে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় আওয়ামী নেতারা।

কারামুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, “যে থানাকে আমাদের নেতা কায়কোবাদ দাদার নির্দেশে পাহারা দিলাম, সেই পুলিশই আমাদের মিথ্যা মামলায় জেল খাটায়, আর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে মিশে চাঁদাবাজি করে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বলেন, “আমরা ভাগ্যবান, আমাদের পাশে তারেক রহমান ও কায়কোবাদ দাদার মতো নেতা আছেন। তারা আমাদের খোঁজ নিয়েছেন, সহায়তা করেছেন।” তিনি উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে বলেন, “সাহস থাকলে জনতার কাতারে আসুন, জনগণ আপনার এমপি হওয়ার খায়েশ মিটিয়ে দেবে।”

উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার অভিযোগে এবং উপদেষ্টার চাচাতো ভাই স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লাহর ওপর হামলার অভিযোগে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়—একটি পুলিশ এবং অন্যটি ওবায়দুল্লাহ নিজে দায়ের করেন।

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন

তারিখ : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার চাচাতো ভাই ও স্থানীয় পুলিশের দায়ের করা মামলায় আটক বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বিকেল ৬টায় মুক্তি পাওয়া নেতা-কর্মীরা কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন, এতে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপি নেতাদের অভিযোগ, বিগত ১৭ বছরের আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শাসনে যেসব নেতা-কর্মী জেল খেটেছেন ও মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরকেই নতুন করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মুরাদনগর উপজেলা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সদ্য কারামুক্তরা বলেন, জনপ্রিয় নেতা ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে লক্ষ্য করে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় আওয়ামী নেতারা।

কারামুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, “যে থানাকে আমাদের নেতা কায়কোবাদ দাদার নির্দেশে পাহারা দিলাম, সেই পুলিশই আমাদের মিথ্যা মামলায় জেল খাটায়, আর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে মিশে চাঁদাবাজি করে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বলেন, “আমরা ভাগ্যবান, আমাদের পাশে তারেক রহমান ও কায়কোবাদ দাদার মতো নেতা আছেন। তারা আমাদের খোঁজ নিয়েছেন, সহায়তা করেছেন।” তিনি উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে বলেন, “সাহস থাকলে জনতার কাতারে আসুন, জনগণ আপনার এমপি হওয়ার খায়েশ মিটিয়ে দেবে।”

উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার অভিযোগে এবং উপদেষ্টার চাচাতো ভাই স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লাহর ওপর হামলার অভিযোগে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়—একটি পুলিশ এবং অন্যটি ওবায়দুল্লাহ নিজে দায়ের করেন।