স্টাফ রিপোর্টার।।
সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লার চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হেলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কাশিনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও শারজা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান , সিনিয়র সহ সভাপতি মোঃ সহিদুল ইসলাম, সহ সভাপতি আলম মিয়া, ইলিয়াস বারেক, সাবেক আহবায়ক সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি। চৌদ্দগ্রাম উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ২নং উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু মিয়া, ২নং উজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল আলম অন্তর, ১নং কাশীনগর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মহিন সিকদার, সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সোহেল,রাশেদ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রানা, মোঃ সবুজ, মোঃ হোসাইন, মোঃ ইস্রাফিল, মোঃ দেলোয়ার হোসেন, মহিন উদ্দীন মামুন, মেহেদী হাসান শামীম, মোহাম্মদ সবুজ, একরাম হোসেন।
সভায় চৌদ্দগ্রাম বিএনপির প্রবাসী নেতাকর্মীরা বিএনপির চলমান আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।