০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় তেলে ওজন কম; পেট্রোল পাম্পে অভিযান জরিমানা আদায় মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ বুড়িচংয়ে প্রয়াত আইনজীবী সোহাগের মৃত্যুবার্ষিকীকে গাছের চারা বিতরণ কুবিতে “লেবার মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ: ড্রিম ভার্সেস রিয়েলিটি” বিষয়ক ওয়ার্কশপ মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক কমিটি গঠন বিশ্ব ফটোগ্রাফি দিবসে কুমিল্লায় আলোচনা সভা কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা চাই –অতিরিক্ত পুলিশ সুপার

মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা

  • তারিখ : ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • 321

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।

এসময় জনপ্রতিনিধিদের উপস্থিত থেকে ভোক্তাদের অধিকার সংরক্ষণে “হাসু সুইটস ও রেস্টুরেন্ট” পরিদর্শন করা হয়। রান্নাঘর ও ফ্রিজের স্বাস্থ্যবিধি যাচাইয়ে দেখা যায়, রান্নাঘর অত্যন্ত নোংরা এবং দুর্গন্ধযুক্ত। ফ্রিজে কাঁচা গরুর মাংস, গরুর পায়া, মুরগির গিলা-কলিজা, রান্না করা মাংস, দীর্ঘদিনের ব্লেন্ডারত আদা, মিষ্টি এবং দুধের স্বর একই স্থানে রাখা ছিল।

কোর্টে জব্দকৃত মালামাল হিসেবে কাঁচা গরুর পায়া ২.৮ কেজি, কাঁচা গরুর মাংস ৩ কেজি এবং মুরগির গিলা-কলিজা ৮০০ গ্রাম স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। অপরদিকে, মিষ্টি ৪৯ কেজি এবং দুধের স্বর স্থানীয় ইউপি মেম্বারের তত্ত্বাবধানে পুকুর বা ঘেরে মাছের খাবার হিসেবে ধ্বংস করা হয়।

অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

রেস্টুরেন্টের দায়িত্বহীনতার কারণে ভোক্তাদের অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির ঝুঁকি সৃষ্টি হওয়ার অভিযোগে রেস্টুরেন্টের দুইজনকে প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা প্রদান করতে বলা হয় এবং তা তৎক্ষণাৎ আদায় করা হয়।

এছাড়া, ৫টি মুদি দোকান পণ্যের মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে না প্রদর্শন ও ১টি মুদি দোকান পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে পৃথকভাবে ৬টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে মোট ৭টি মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও একজন মেম্বার, গ্রাম পুলিশ, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাংস, দুধ ও মিষ্টি একই ফ্রিজে! কুমিল্লায় মোবাইল কোর্টে ৩ লাখ টাকার জরিমানা

তারিখ : ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।

এসময় জনপ্রতিনিধিদের উপস্থিত থেকে ভোক্তাদের অধিকার সংরক্ষণে “হাসু সুইটস ও রেস্টুরেন্ট” পরিদর্শন করা হয়। রান্নাঘর ও ফ্রিজের স্বাস্থ্যবিধি যাচাইয়ে দেখা যায়, রান্নাঘর অত্যন্ত নোংরা এবং দুর্গন্ধযুক্ত। ফ্রিজে কাঁচা গরুর মাংস, গরুর পায়া, মুরগির গিলা-কলিজা, রান্না করা মাংস, দীর্ঘদিনের ব্লেন্ডারত আদা, মিষ্টি এবং দুধের স্বর একই স্থানে রাখা ছিল।

কোর্টে জব্দকৃত মালামাল হিসেবে কাঁচা গরুর পায়া ২.৮ কেজি, কাঁচা গরুর মাংস ৩ কেজি এবং মুরগির গিলা-কলিজা ৮০০ গ্রাম স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। অপরদিকে, মিষ্টি ৪৯ কেজি এবং দুধের স্বর স্থানীয় ইউপি মেম্বারের তত্ত্বাবধানে পুকুর বা ঘেরে মাছের খাবার হিসেবে ধ্বংস করা হয়।

অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

রেস্টুরেন্টের দায়িত্বহীনতার কারণে ভোক্তাদের অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির ঝুঁকি সৃষ্টি হওয়ার অভিযোগে রেস্টুরেন্টের দুইজনকে প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা প্রদান করতে বলা হয় এবং তা তৎক্ষণাৎ আদায় করা হয়।

এছাড়া, ৫টি মুদি দোকান পণ্যের মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে না প্রদর্শন ও ১টি মুদি দোকান পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে পৃথকভাবে ৬টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে মোট ৭টি মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও একজন মেম্বার, গ্রাম পুলিশ, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।