
শাহাদাত হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানটি।
শনিবার বাদ আছর নামাজের পর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তির উদ্দেশ্যে এ দোয়ার আয়োজন করা হয়।এরপর স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম (এমপি) এর সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মনোহরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুর রব সাহেব, প্রেসক্লাব আহ্বায়ক আব্দুর রহিম এর সভাপতিত্বে।
এসময় উপস্থিত ছিলেন, দিশাবন্দ গ্রামের ঐতিহাসিক নবীশুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী এমদাদ উল্ল্যাহ, কালিয়াপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনজুরুল করীম, প্রেসক্লাব যুগ্ম-আহবায়ক আবুল খায়ের, শাহাদাত হোসেন, ইমরান হোসেন সোহাগ, মো হাছান,মো নাসির উদ্দিন, মো জাকির হোসেন মো কুদরত উল্ল্যাহ প্রমূখ।











