১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেল্পারের মৃত্যু সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা বুড়িচংয়ে ফুটপাত দখল উচ্ছেদ ও ভেজাল বিরোধী অভিযান; জরিমানা আদায় হয়রানি কমাতে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করা হবে -ইউএনও তানভীর হোসেন কুমিল্লায় গাউসিয়া কমিটির উদ্যোগে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে এমপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের মতবিনিময় দাউদকান্দিতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দাউদকান্দিতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা ও যানবাহন জব্দ কুবির দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জিল্লুর, সাধারণ সম্পাদক মামুন মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

  • তারিখ : ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 157

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়েছে মারুফা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিষ্ণুপুর এলাকার একটি মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী মারুফা আক্তার মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির মেয়ে।

শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মারুফা। কিন্তু মাদ্রাসা ছুটি হওয়ার পরও বাসায় ফেরেনি। আত্মীয়স্বজনের বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”

নিখোঁজ হওয়ার সময় তার গায়ে কালো রঙের বোরকা ছিল বলে জানান তিনি।

মারুফার পরিবার জানিয়েছে, তার কোনো সন্ধান পেলে ০১৬১৬-৫৫৬২৩১ অথবা ০১৭৯২২৭৮৪৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে এবং দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

error: Content is protected !!

মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থী মারুফা নিখোঁজ, পরিবারে উদ্বেগ

তারিখ : ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয়েছে মারুফা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিষ্ণুপুর এলাকার একটি মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থী মারুফা আক্তার মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির মেয়ে।

শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মারুফা। কিন্তু মাদ্রাসা ছুটি হওয়ার পরও বাসায় ফেরেনি। আত্মীয়স্বজনের বাসাবাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।”

নিখোঁজ হওয়ার সময় তার গায়ে কালো রঙের বোরকা ছিল বলে জানান তিনি।

মারুফার পরিবার জানিয়েছে, তার কোনো সন্ধান পেলে ০১৬১৬-৫৫৬২৩১ অথবা ০১৭৯২২৭৮৪৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে এবং দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।