০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা

  • তারিখ : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 237

নেকবর হোসেন।।
সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশল ও নিরপেক্ষ সাংবাদিকতার কারণেই দৈনিক নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য, দেশবরেণ্য প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ প্রেসক্লাব ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, নয়াদিগন্তের সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এখন টিভির প্রতিনিধি মাসুদ আলম, আকাশ টিভির সম্পাদক মহী উদ্দীন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সাহসী ও সৎ সাংবাদিক। তার দক্ষ নেতৃত্বে নয়াদিগন্ত স্বল্প সময়ের মধ্যে পাঠকের আস্থা অর্জন করে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিকে পরিণত হয়েছে।

এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি এসি দেয়ার ঘোষণা দেন।

শোকসভার শেষে প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

সম্পাদকের কৌশলেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে : শোকসভায় বক্তারা

তারিখ : ১০:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নেকবর হোসেন।।
সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশল ও নিরপেক্ষ সাংবাদিকতার কারণেই দৈনিক নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য, দেশবরেণ্য প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।

মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ প্রেসক্লাব ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভায় আরও বক্তব্য রাখেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, নয়াদিগন্তের সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, এখন টিভির প্রতিনিধি মাসুদ আলম, আকাশ টিভির সম্পাদক মহী উদ্দীন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন সাহসী ও সৎ সাংবাদিক। তার দক্ষ নেতৃত্বে নয়াদিগন্ত স্বল্প সময়ের মধ্যে পাঠকের আস্থা অর্জন করে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিকে পরিণত হয়েছে।

এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি এসি দেয়ার ঘোষণা দেন।

শোকসভার শেষে প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।