০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পুরাতন গোমতীকে লেকে রূপান্তরে কুসিক প্রশাসকের পরিদর্শন ‎ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও পাইপ বিকল কুমিল্লায় রাতের আধারে কৃষকের ১৫ শতক জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা কুমিল্লায় নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য গাড়ি চালিয়ে কুমিল্লা ফিরছিলেন, পথে মোটরসাইকেল ধাওয়া; চিকিৎসকের মৃত্যু কুমিল্লার নগরীতে বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার, ইয়াবা-অস্ত্র-নগদ টাকা উদ্ধার যতই ষড়যন্ত্র করেন না কেন ফেব্রুয়ারীতে নির্বাচন হবেই: ড. খন্দকার মারুফ হোসেন ডাকসু নির্বাচনে ভিপি, সম্পাদক ও সদস্য পদে লড়ছেন দাউদকান্দির চার শিক্ষার্থী কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ কুমিল্লায় হাসপাতাল থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • তারিখ : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 1091

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে রাজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। অন্যদিকে তাঁর স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে তিনি হাঁটাহাঁটি শেষে বড় ছেলের স্ত্রীকে নিয়ে রান্নার জন্য সবজি কাটছিলেন।

একপর্যায়ে তিনি নিজ ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারিখ : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে রাজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। অন্যদিকে তাঁর স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে তিনি হাঁটাহাঁটি শেষে বড় ছেলের স্ত্রীকে নিয়ে রান্নার জন্য সবজি কাটছিলেন।

একপর্যায়ে তিনি নিজ ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।