
জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এ শোভাযাত্রায়। শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের জামায়াতের প্রার্থী ড. মোবারক হোসাইন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছে। জনগণের ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি, আর এই শক্তিকেই কাজে লাগিয়ে আমরা দেশকে কল্যাণরাষ্ট্রে রূপান্তরিত করতে চাই।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আবদুল আউয়াল। তিনি বলেন, সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হলে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বকে সামনে আনতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাকশীমুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুর রউফ, সাবেক ইউনিয়ন সভাপতি আমির মো. জাহাঙ্গীর আলম, সাবেক আমীর মো. কবির হোসেন, বুড়িচং পৌরসভা আমীর তাজুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক আহমেদ, জনসংযোগ আহ্বায়ক মাওলানা আবু কাউসার, ছাত্রনেতা আফনাম মুজাহিদ, আল-আমিন ও জুবায়েরসহ আরও অনেকে।
শোভাযাত্রা ও পথসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং পরে তারা স্থানীয় জনগণের সঙ্গে গণসংযোগে অংশ নেন।