০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় সেই আরশাদুলের শিক্ষার অধিকার নিশ্চিতে এগিয়ে এলেন ব্রাহ্মণপাড়া’র ইউএনও চৌদ্দগ্রামে নির্বাচনে জোটপ্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ জামায়াত-ইসলামী আন্দোলন কুমিল্লায় রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা কুমিল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন; প্রেমের বিয়ের দুই বছর পর যৌতুকের বলি তানজিনা

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক

  • তারিখ : ০৬:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 6256

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় নিজ বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে খুনের ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কম্পানি-২ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।

মেজর সাদমান জানান, কালিয়াজুরী এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তবে গোয়েন্দা তথ্য ও নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাঙ্গলকোটে তার নিজ বাড়ি থেকে আটক করার পর কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা প্রায় পাঁচ বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

error: Content is protected !!

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক

তারিখ : ০৬:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় নিজ বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে খুনের ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কম্পানি-২ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।

মেজর সাদমান জানান, কালিয়াজুরী এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তবে গোয়েন্দা তথ্য ও নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাঙ্গলকোটে তার নিজ বাড়ি থেকে আটক করার পর কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা প্রায় পাঁচ বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।