০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মা-মেয়ে খুন, সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তির প্রবেশ-প্রস্থান ব্রাহ্মণপাড়ায় বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লা একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের লাশ উদ্ধার দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত দেবিদ্বারে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না” বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক

  • তারিখ : ০৬:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 2554

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় নিজ বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে খুনের ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কম্পানি-২ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।

মেজর সাদমান জানান, কালিয়াজুরী এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তবে গোয়েন্দা তথ্য ও নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাঙ্গলকোটে তার নিজ বাড়ি থেকে আটক করার পর কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা প্রায় পাঁচ বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

error: Content is protected !!

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মায়ের হত্যাকাণ্ড: র‌্যাবের হাতে একজন আটক

তারিখ : ০৬:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় নিজ বাড়ি থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে খুনের ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কম্পানি-২ এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।

মেজর সাদমান জানান, কালিয়াজুরী এলাকায় সংঘটিত মা-মেয়ে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ক্লুলেস। তবে গোয়েন্দা তথ্য ও নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নাঙ্গলকোটে তার নিজ বাড়ি থেকে আটক করার পর কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তারা প্রায় পাঁচ বছর ধরে কালিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।