০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা

  • তারিখ : ১১:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 741

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে দুটি ফ্যান, দুটি লাইট, একটি ফ্রিজ ও একটি টেলিভিশন ব্যবহারের বিপরীতে এক পরিবারের বিদ্যুৎ বিল এসেছে অবিশ্বাস্য ১ লাখ ৬৭ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে এমন বিল হাতে পেয়ে হতবাক হয়ে যান বাড়ির মালিক। অথচ তার আগের মাস আগস্টে একই গ্রাহকের বিল ছিল মাত্র ১ হাজার ৪০০ টাকার কিছু বেশি।

ঘটনাটি ঘটেছে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেট এলাকার এলাচি বাড়িতে। বাড়ির গৃহিণী তানজীদা আক্তার রিয়া জানান, দীর্ঘ সাড়ে চার বছর তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) লিখিতভাবে আবেদন করেছিলেন। সম্প্রতি বাড়িটি নতুন করে নির্মাণ করার পর আগস্টে তাকে স্বাভাবিক বিল দেওয়া হলেও ১৪ সেপ্টেম্বর হঠাৎই থমকে যান তিনি—কারণ তার হাতে তুলে দেওয়া হয় ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকার বিল।

রিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নতুন করে ২ হাজার ৬০০ টাকার বিল দিয়েছে এবং বলেছে, ভুলে এ ধরনের বিল হয়েছে। আমি প্রিপেইড মিটারের বিল নিয়মিত পরিশোধ করি। আবার সাধারণ মিটারের বিল কেন দেব? আমি এক টাকাও বাড়তি দেব না।”

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভুতুড়ে বিল সংশোধন করে নতুন করে বিল ইস্যু করে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “আমাদের ৯০ হাজার গ্রাহক রয়েছে। কিছু ক্ষেত্রে ত্রুটি ঘটতেই পারে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

error: Content is protected !!

কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা

তারিখ : ১১:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে দুটি ফ্যান, দুটি লাইট, একটি ফ্রিজ ও একটি টেলিভিশন ব্যবহারের বিপরীতে এক পরিবারের বিদ্যুৎ বিল এসেছে অবিশ্বাস্য ১ লাখ ৬৭ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে এমন বিল হাতে পেয়ে হতবাক হয়ে যান বাড়ির মালিক। অথচ তার আগের মাস আগস্টে একই গ্রাহকের বিল ছিল মাত্র ১ হাজার ৪০০ টাকার কিছু বেশি।

ঘটনাটি ঘটেছে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেট এলাকার এলাচি বাড়িতে। বাড়ির গৃহিণী তানজীদা আক্তার রিয়া জানান, দীর্ঘ সাড়ে চার বছর তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) লিখিতভাবে আবেদন করেছিলেন। সম্প্রতি বাড়িটি নতুন করে নির্মাণ করার পর আগস্টে তাকে স্বাভাবিক বিল দেওয়া হলেও ১৪ সেপ্টেম্বর হঠাৎই থমকে যান তিনি—কারণ তার হাতে তুলে দেওয়া হয় ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকার বিল।

রিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নতুন করে ২ হাজার ৬০০ টাকার বিল দিয়েছে এবং বলেছে, ভুলে এ ধরনের বিল হয়েছে। আমি প্রিপেইড মিটারের বিল নিয়মিত পরিশোধ করি। আবার সাধারণ মিটারের বিল কেন দেব? আমি এক টাকাও বাড়তি দেব না।”

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভুতুড়ে বিল সংশোধন করে নতুন করে বিল ইস্যু করে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “আমাদের ৯০ হাজার গ্রাহক রয়েছে। কিছু ক্ষেত্রে ত্রুটি ঘটতেই পারে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”