
স্টাফ রিপোর্টার।।
আড়াইবাড়ী দরবার শরীফ কুমিল্লার মরহুম পীর সাহেব মাওলানা গোলাম সাদেক সাঈদী (রহ:) স্মরণে বার্ষিক ইছালে ছাওয়াব ও খাছ তালিম জিকিরের মাহফিল আজ শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
কুমিল্লা নগরীর উত্তর চর্থা সৈয়দ বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আজ শনিবার বাদ মাগরিব থেকে শুরু হয়ে ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আড়াইবাড়ী দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব ও খাছ তালিম জিকিরের মাহফিল।
বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ আমীর ও কুমিল্লার আড়াইবাড়ী দরবার শরীফের পীর সাহেব মাওলানা গোলাম পরোয়ার সাঈদী মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন। মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আলোচনা করবেন।
প্রসঙ্গত, আড়াইবাড়ী দরবার শরীফ কুমিল্লার মরহুম পীর সাহেব মাওলানা গোলাম সাদেক সাঈদী (রহ:) তাঁর জীবদ্দশায় সমাজে দ্বীন প্রতিষ্ঠা ও অনুসারীদের শরীয়ত মোতাবেক পরিচালিত করে গেছেন।