০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা

কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক

  • তারিখ : ১০:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 1502

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন চান্দিনা পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মো. ওয়ালী উল্লাহ, মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন এবং রমিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ ঊল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার বনানীস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলীসা এন্টারপ্রাইজ’-এর ম্যানেজার মো. রেজাউল করিম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল টেন্ডারের মাধ্যমে ক্রয় করেন।

রবিবার দুপুরে মালামাল নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে মো. ওয়ালী উল্লাহ তাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ক্যাম্পে জানানো হলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে।

error: Content is protected !!

কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক

তারিখ : ১০:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন চান্দিনা পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মো. ওয়ালী উল্লাহ, মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন এবং রমিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ ঊল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার বনানীস্থ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলীসা এন্টারপ্রাইজ’-এর ম্যানেজার মো. রেজাউল করিম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিস থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল টেন্ডারের মাধ্যমে ক্রয় করেন।

রবিবার দুপুরে মালামাল নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে মো. ওয়ালী উল্লাহ তাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ক্যাম্পে জানানো হলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করে।