০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া দলিলের চেষ্টা, দলিল লেখককে শোকজ নোটিশ ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ কুমিল্লায় ৪ মাজারে হামলার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার দাউদকান্দিতে প্রবাসীর ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা, মূল আসামী গ্রেপ্তার দেবিদ্বারে ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হাসপাতালের উদ্বোধন সংখ্যালঘু শব্দে বিএনপি বিশ্বাসী নয়, এটা আ’লীগের সৃষ্ঠি- ড. খন্দকার মারুফ হোসেন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন কুবিতে জুলাই হামলা: তদন্ত সীমাবদ্ধ শুধু মিটিংয়েই মুরাদনগরে অবৈধ ট্রাভেলস এজেন্সি মালিকে ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

  • তারিখ : ১১:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 58

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা এলাকায় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আতিকুর রহমান নামে একজনকে তাদের হেফাজতে নেয়।

আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সুজন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

আহতরা হলো, উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া এলাকার সুজন মিয়া (২২), রাকিব (১৮), আবুল হোসেন (২০), মোবারক হোসেন (১৮)। অপরদিকে একই ইউনিয়নের মনোহরপুর এলাকার আতিকুর রহমান (২০), মাসুদ (২০) ও রাকিব (২২)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে দুই পক্ষের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন দুই পক্ষকে বুঝিয়ে বিষয়টি সমাধান করে দেন। পরে আজ সোমবার বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়। এর মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছে পাঁচজন। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পাঁচজন চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে এবং আরও একজনকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

তারিখ : ১১:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে।

সোমবার ( ২২ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌরাস্তা এলাকায় দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আতিকুর রহমান নামে একজনকে তাদের হেফাজতে নেয়।

আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য সুজন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

আহতরা হলো, উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া এলাকার সুজন মিয়া (২২), রাকিব (১৮), আবুল হোসেন (২০), মোবারক হোসেন (১৮)। অপরদিকে একই ইউনিয়নের মনোহরপুর এলাকার আতিকুর রহমান (২০), মাসুদ (২০) ও রাকিব (২২)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে দুই পক্ষের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় লোকজন দুই পক্ষকে বুঝিয়ে বিষয়টি সমাধান করে দেন। পরে আজ সোমবার বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়। এর মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছে পাঁচজন। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ সিংহ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পাঁচজন চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে এবং আরও একজনকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।