১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুবির রোটারেক্ট ক্লাবের ‘সিভি ইঞ্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • তারিখ : ০৭:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 187

কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটারেক্ট ক্লাবের ৪ মাস মেয়াদি রোটাক্যাম্প ১.০ এর আওতাধীন ‘সিভি ইঞ্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন কর্পোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.সোহরাব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান এবং ম্যাজিক প্যারাডাইসের চিফ অপারেটিং অফিসার আলিমুল ইসলাম সোহাগ।

সেমিনারে নিয়াজ আহমেদ মোট ২৩ টি পয়েন্ট তুলে ধরেন সিভি, রিজিউমে, বায়োডাটা ও প্রফাইল তৈরি করার জন্য। কীভাবে লিখতে হবে, কীভাবে নিজের যোগ্যতা ও দক্ষতাকে উপস্থাপন করতে হবে এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে ইত্যাদি। তিনি বলেন, “নিজের সিভি মানেই নিজেকে তুলে ধরা। সঠিকভাবে প্রস্তুত করা সিভি খুলে দিতে পারে জীবনের নানা সুযোগের দরজা।”

অধ্যাপক ড.সোহরাব উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের এই উদ্যোগগুলো তোমাদের তৈরি করার জন্য। তোমাদের সিভিই তোমাদের তুলে ধরে। জীবনে অনেক কিছু করার সামর্থ্য তোমাদের আছে, কিন্তু সেটা কীভাবে উপস্থাপন করতে হবে সেটা বুঝতে হবে।”

অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান বলেন, “আপনার সিভিই আপনার আয়না। পথশিশুদের জন্য কাজ করা, শিক্ষার্থীদের নিয়ে কাজ করা কিংবা বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রমে যুক্ত থাকা সবই আপনার অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয় জীবনে আপনি কতটা প্রোডাক্টিভ ছিলেন, সেটাই সিভিতে প্রতিফলিত হয়। নিয়মিত সিভি আপডেট করলে সেটি আরও মানসম্মত হবে। তখন ৬০০ বা ৬০০০ প্রার্থীর মধ্যে থেকে আপনাকেই বেছে নেওয়া হবে।”

আলিমুল ইসলাম সোহাগ সিভি বাছাইয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “প্রতিদিন শত শত সিভি আসে, এগুলো কাস্টমাইজ করে দেখা কঠিন হয়ে পড়ে। প্রথমেই আমরা অভিজ্ঞতার দিকে নজর দিই। এছাড়া সাম্প্রতিক সময়ে সিভির পাশাপাশি ভিডিও স্পিচও গুরুত্ব পাচ্ছে।”

error: Content is protected !!

কুবির রোটারেক্ট ক্লাবের ‘সিভি ইঞ্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তারিখ : ০৭:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কুবি সংবাদদাতা।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটারেক্ট ক্লাবের ৪ মাস মেয়াদি রোটাক্যাম্প ১.০ এর আওতাধীন ‘সিভি ইঞ্জিনিয়ারিং মাস্টারক্লাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন কর্পোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.সোহরাব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান এবং ম্যাজিক প্যারাডাইসের চিফ অপারেটিং অফিসার আলিমুল ইসলাম সোহাগ।

সেমিনারে নিয়াজ আহমেদ মোট ২৩ টি পয়েন্ট তুলে ধরেন সিভি, রিজিউমে, বায়োডাটা ও প্রফাইল তৈরি করার জন্য। কীভাবে লিখতে হবে, কীভাবে নিজের যোগ্যতা ও দক্ষতাকে উপস্থাপন করতে হবে এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে ইত্যাদি। তিনি বলেন, “নিজের সিভি মানেই নিজেকে তুলে ধরা। সঠিকভাবে প্রস্তুত করা সিভি খুলে দিতে পারে জীবনের নানা সুযোগের দরজা।”

অধ্যাপক ড.সোহরাব উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাদের এই উদ্যোগগুলো তোমাদের তৈরি করার জন্য। তোমাদের সিভিই তোমাদের তুলে ধরে। জীবনে অনেক কিছু করার সামর্থ্য তোমাদের আছে, কিন্তু সেটা কীভাবে উপস্থাপন করতে হবে সেটা বুঝতে হবে।”

অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান বলেন, “আপনার সিভিই আপনার আয়না। পথশিশুদের জন্য কাজ করা, শিক্ষার্থীদের নিয়ে কাজ করা কিংবা বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রমে যুক্ত থাকা সবই আপনার অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয় জীবনে আপনি কতটা প্রোডাক্টিভ ছিলেন, সেটাই সিভিতে প্রতিফলিত হয়। নিয়মিত সিভি আপডেট করলে সেটি আরও মানসম্মত হবে। তখন ৬০০ বা ৬০০০ প্রার্থীর মধ্যে থেকে আপনাকেই বেছে নেওয়া হবে।”

আলিমুল ইসলাম সোহাগ সিভি বাছাইয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “প্রতিদিন শত শত সিভি আসে, এগুলো কাস্টমাইজ করে দেখা কঠিন হয়ে পড়ে। প্রথমেই আমরা অভিজ্ঞতার দিকে নজর দিই। এছাড়া সাম্প্রতিক সময়ে সিভির পাশাপাশি ভিডিও স্পিচও গুরুত্ব পাচ্ছে।”