
কাজী খোরশেদ আলম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বুড়িচং উপজেলা কমপ্লেক্স মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বসুন্ধরা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক মো. আবদুল মতিন এবং প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মো. মোবারক হোসাইন। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসেন।
সমাবেশে জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুল আউয়াল, সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আউয়াল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, পৌর মেয়র প্রার্থী অধ্যাপক মো. রবিউল আলম, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ মো. আবু তাহেরসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এছাড়াও পৌর জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, উপজেলা বায়তুল মাল সম্পাদক আবুল কাশেম মাস্টার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জাকারিয়া খান, সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন আমীর মমিনুল হক (পীরযাত্রাপুর), মাওলানা ইসমাইল হোসেন (রাজাপুর), আবদুর রউফ (বাকশীমূল) ও সার্জেন্ট হাবিবুর রহমান (ষোলনল)সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।