০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩০ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • তারিখ : ০৯:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 410

জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে ৩৩০ বোতল স্কাফসহ সাদেকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আমড়াতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় সাদেকুল ইসলামের হেফাজত থেকে ৩৩০ বোতল স্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সাদেকুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কালিকাবর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব-১১ এর অভিযানে ২১৪ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ আসামি ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার ১৮১ আসামি, ধর্ষণ মামলার ৮৪ আসামি, অস্ত্র মামলার ২৬ আসামি গ্রেফতার হয়েছে। একই সঙ্গে ১০৫টি অস্ত্র, ১,৩৪৮ রাউন্ড গুলি, ৪১১ জন মাদক কারবারি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭৩ জন অপহরণকারী গ্রেফতার ও ৭৮ জন ভিকটিমকে উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার মামলার ১৭ আসামি এবং বিভিন্ন অপরাধে আরও প্রায় ৪৮১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে ৩৩০ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারিখ : ০৯:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে ৩৩০ বোতল স্কাফসহ সাদেকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আমড়াতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় সাদেকুল ইসলামের হেফাজত থেকে ৩৩০ বোতল স্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সাদেকুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কালিকাবর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব-১১ এর অভিযানে ২১৪ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ আসামি ১ জন, আরসা সদস্য ১৫ জন, জঙ্গি ২ জন, হত্যা মামলার ১৮১ আসামি, ধর্ষণ মামলার ৮৪ আসামি, অস্ত্র মামলার ২৬ আসামি গ্রেফতার হয়েছে। একই সঙ্গে ১০৫টি অস্ত্র, ১,৩৪৮ রাউন্ড গুলি, ৪১১ জন মাদক কারবারি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭৩ জন অপহরণকারী গ্রেফতার ও ৭৮ জন ভিকটিমকে উদ্ধার, ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার মামলার ১৭ আসামি এবং বিভিন্ন অপরাধে আরও প্রায় ৪৮১ জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।