
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই লাইসেন্স ছাড়াই বোতলজাত পানি বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা এবং দেড় লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের উত্তর পাড়া ও রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমজম ওয়াটার ড্রিংকিং-এর মালিককে ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার-এর মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া রামচন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় জেলেরা দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড় লাখ টাকার এসব জাল জব্দ করেন। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চায়না দুয়ারি জাল সম্পর্কে তিনি বলেন, “এই জাল অত্যন্ত ক্ষতিকর। ছোট মাছসহ যেকোনো জলজ প্রাণী এতে একবার ঢুকলে বের হতে পারে না। ফলে মাছসহ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের জাল সম্পূর্ণ নিষিদ্ধ।”
ইউএনও আরও বলেন, “সকল প্রকার কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স ছাড়া পানি বিক্রিও সম্পূর্ণ অবৈধ। আজকের অভিযানে দেড় লাখ টাকার জাল ধ্বংস ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”