১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে নির্যাতিত মটর শ্রমিক সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লায় ৮ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেফতার কুমিল্লায় জামায়াতের সেমিনার: জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল বুড়িচংয়ে জাতীয় কবি নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর- জামায়াত নেতা ড. মোবারক হোসাইন বিদেশ পাঠানোর ফাঁদে কোটি টাকার প্রতারণা, কুমিল্লায় মানব পাচারকারী নুর আলম আটক কুমিল্লার দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ব্রাহ্মণপাড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

  • তারিখ : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 154

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

তারিখ : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।