০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ু মিছিল কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি পালিত বুড়িচংয়ে গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান; জরিমানা আদায় কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাস ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি; আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মসূচি উদ্বোধন

ব্রাহ্মণপাড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

  • তারিখ : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 310

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

তারিখ : ০৯:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সংগঠনটি গত তিন মাস ধরে সারাদেশে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, সদস্য সালমান সাজিল ও অপূর্ব।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবেশবান্ধব উদ্যোগে সবাইকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।