০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায়

বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা

  • তারিখ : ০৫:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 199

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে একটি অসাধু চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সম্প্রতি ‘বুড়িচং প্রেসক্লাব’ নামে একটি প্যাডে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই প্যাডে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন এবং এ ধরনের কোনো প্যাডে স্বাক্ষর বা অনুমোদন দেননি বলে জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, “আমি বুড়িচং প্রেসক্লাবের কোনো নির্বাচনী তফসিল বা সংশ্লিষ্ট প্যাডে স্বাক্ষর করিনি। একটি অসাধু চক্র আমার নাম ও সিল ব্যবহার করে কৌশলে অপপ্রচার চালাচ্ছে। এটি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, সভাপতি দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি মো. জহিরুল হক বাবুসহ সকল পেশাদার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু কিছু অসাধু মহল প্রেসক্লাবের নামে আরেকটি সংগঠন গঠন করে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক বরাদ্দকৃত রুমে বুড়িচং প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সদস্য নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি একটি চক্র প্রেসক্লাবের নাম ব্যবহার করে নির্বাচনের তফসিল নামে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগামীকাল ৩০ অক্টোবর একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!

বুড়িচংয়ে বিএনপির সভাপতির নাম ব্যবহার করে অপপ্রচার; তীব্র নিন্দা

তারিখ : ০৫:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে একটি অসাধু চক্র অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সম্প্রতি ‘বুড়িচং প্রেসক্লাব’ নামে একটি প্যাডে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই প্যাডে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে তিনি এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন এবং এ ধরনের কোনো প্যাডে স্বাক্ষর বা অনুমোদন দেননি বলে জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, “আমি বুড়িচং প্রেসক্লাবের কোনো নির্বাচনী তফসিল বা সংশ্লিষ্ট প্যাডে স্বাক্ষর করিনি। একটি অসাধু চক্র আমার নাম ও সিল ব্যবহার করে কৌশলে অপপ্রচার চালাচ্ছে। এটি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, সভাপতি দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি মো. জহিরুল হক বাবুসহ সকল পেশাদার সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু কিছু অসাধু মহল প্রেসক্লাবের নামে আরেকটি সংগঠন গঠন করে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এদিকে, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক বরাদ্দকৃত রুমে বুড়িচং প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সদস্য নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি একটি চক্র প্রেসক্লাবের নাম ব্যবহার করে নির্বাচনের তফসিল নামে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আগামীকাল ৩০ অক্টোবর একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।