০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ

  • তারিখ : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 129

মনির হোসাইন।।
শিক্ষার মান উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ জসিম উদ্দিন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে তিনি উপজেলার পাঁচকিত্তা ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, উপস্থিতি রেজিস্টার ও সার্বিক অবকাঠামো পর্যালোচনা করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সহকারী পরিদর্শক শ্রেণিকক্ষ, আঙ্গিনা ও ওয়াশব্লক সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও ঝরে পড়া রোধে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। এছাড়াও, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে শিক্ষার্থীদের পাঠ্য অগ্রগতি অভিভাবকদের জানানো এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হোম ভিজিট কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, শিক্ষা বোর্ডের এমন তদারকি কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হতে উৎসাহিত করবে।

error: Content is protected !!

মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ

তারিখ : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মনির হোসাইন।।
শিক্ষার মান উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী পরিদর্শক (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ জসিম উদ্দিন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে তিনি উপজেলার পাঁচকিত্তা ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, উপস্থিতি রেজিস্টার ও সার্বিক অবকাঠামো পর্যালোচনা করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।

সহকারী পরিদর্শক শ্রেণিকক্ষ, আঙ্গিনা ও ওয়াশব্লক সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত ও ঝরে পড়া রোধে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন। এছাড়াও, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন করে শিক্ষার্থীদের পাঠ্য অগ্রগতি অভিভাবকদের জানানো এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হোম ভিজিট কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, শিক্ষা বোর্ডের এমন তদারকি কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হতে উৎসাহিত করবে।