০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ দারুসসালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল

ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস

  • তারিখ : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • 121

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক মাটি ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এ সময় তিনটি খননযন্ত্র ( ড্রেজার মেশিন ), ছয় হাজার ফুট পাইপসহ ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিদারুল আলম এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপড়া ও বড়ধুশিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে তিনটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়। এ ছাড়া অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তরু হাজী নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ড্রেজিং করা আইনত দণ্ডনীয় অপরাধ। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অপরাধীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে।

তিনি বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলার চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস

তারিখ : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক মাটি ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এ সময় তিনটি খননযন্ত্র ( ড্রেজার মেশিন ), ছয় হাজার ফুট পাইপসহ ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক ( এসআই ) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিদারুল আলম এবং আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপড়া ও বড়ধুশিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে তিনটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়। এ ছাড়া অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তরু হাজী নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ড্রেজিং করা আইনত দণ্ডনীয় অপরাধ। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অপরাধীদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে।

তিনি বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলার চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।