বি এম ফয়সাল, কুবি।।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধক বেগম খালেদা জিয়া, ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেতা শহীদ শরীফ ওসমান হাদি ও দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় অস্থায়ী প্রার্থনা কক্ষে প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র বেদমন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক শ্রীমান প্রান্তিক দাশ বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকারী। তাঁর মৃত্যুতে জাতি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর আত্মার শান্তি কামনায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাই ও প্রয়াত দীপু চন্দ্র দাসের আত্মার মঙ্গল ও শান্তি কামনায়ও প্রার্থনা করা হয়।
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমতী পড়শি রায় বলেন, “আজ আমরা এক বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনকারী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা।”
তিনি আরও বলেন, “এই শোকাবহ মুহূর্তে আমরা তাঁদের সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমাদের প্রার্থনা, ভগবান যেন তাঁদের পরিবারকে এই বেদনা সহ্য করার শক্তি দেন এবং শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সাহস ও ধৈর্য দান করেন।”
উল্লেখ্য, তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম ও নিষ্ঠার স্মরণে মৌনতা পালন ও প্রদীপ প্রজ্বলন করা হয়।







