দেবীদ্বারে ২১আগষ্ট নারকীয় গ্রেনেট হামলায় শহীদদের স্মরণে স্মরণসভা

এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
দেবীদ্বারে ২১আগষ্ট নারকীয় গ্রেনেট হামলায় শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ কলঙ্কময় দিন, দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্বশূন্য করার জঘন্য অপচেষ্টার দিন। দেশী- বিদেশী শক্তির সহযোগীতায় স্বাধীনতা বিরোধীরা যখন বুঝতে পারল দেশ স্বাধীন হয়ে যাবে, তখন দেশকে মেধা শূণ্য করতে বিজয়ের মাত্র দু’দিন পূর্বে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবিদের হত্যা করেছিল। তেমনি বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ধারায় দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের রাজত্ব কায়েমে এগিয়ে যাচ্ছিলেন তখনই ৭৫’র ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের হত্যাকরে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামীলগীকে ধ্বংস করতে চেয়েছিল। তারই ধারাবাহীকতায় বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেশবাসীকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, আবার তখনই ২০০৪ সালের ২১ আগষ্ট রাষ্ট্রীয় পরিকল্পনায় বঙ্গবন্ধু কণ্যাকে হত্যাপূর্বক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও আওয়ামীলীগকে নেতৃত্বশূণ্য করতে বিধ্বংসী গ্রেনেড হামলা চালিয়েছিল। আজও সেই শত্রুুরা ঘরে বাইরে উৎপেতে আছে, আমাদের সতর্ককতার সাথে শত্রুুর ষড়সন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে।

‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি আমেরিকা প্রবাসী মানবতার ফেরিওয়ালা করোনা যোদ্ধা ডাঃ ফেরদৌস খন্দকার’র সহযোগীতায় এবং “পাশে আছি কোভিড-১৯ সেবা” কন্ট্রোল রোমের উদ্যোগে শনিবার বিকেল ৩টায় উপজেলার বল্লভপুর মাধ্যমিক উচ্চবিদ্যালয় মিলনায়তনে ওই স্মরণসভা ও দোয়া ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মুজিবুল ইসলাম মান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে এবং “পাশে আছি কোভিড-১৯ সেবা” ইনচার্জ শাহিনূর আক্তার লিপির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আ’লীগ নেতা লুৎফর রহমান বাবুল, মোঃ মাহববুর রহমান মূন্সী, মোঃ মুকবল হোসেন মুকুল।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশনেন, মাআওয়ামীলীগ নেতা হাজী মোসলেহ উদ্দিন মানিক ভ‚ঁইয়া, সূজিত পোদ্দার, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ তোফাজ্জল হোসেন মাষ্টার, “পাশে আছি কোভিড-১৯ সেবা” সংগঠক মাহববুব আলম, আনোয়ার হোসেন ভ‚ঁইয়া টিটু, মৈত্রী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মিতা চৌধূরী, মনিরুল ইসলাম, আব্দুর রহমান ভূঁইয়া বাবলু, শামিমা আক্তার রীমা, শারমিন আক্তার প্রমূখ। এর আগে দোয়া মাহফিল ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page