চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নব-কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

এছাড়াও নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবদুল জলিল রিপন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার রানাসহ কমিটির সকল সদস্য কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক করতোয়া পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুর রহমান খোকন, ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. আবদুল মান্নান ভূঁইয়া, এটিএন বাংলা জেলা প্রতিনিধি খায়রুল হাসান মানিক, বাংলাভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক সৈয়দ মাহমুদ পারভেজ, দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, একুশে টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, যুবলীগের যুগ্মআহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, যুবলীগ নেতা সামছুল হক, প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, প্যানেল মেয়র -২ যুবলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা তৌহিদ বিটু, হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও হোয়াইটঅ্যাপে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন অনেক ব্যাক্তি ও সংগঠন।

উল্লেখ্য গত ২৯ আগষ্ট চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে ক্লাবের সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেন সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং দেশ ও সরকারের সহযোগী হিসেবে সাংবাদিকরা বর্তমান সরকারের উন্নয়ন ও জনসচেতনতা মুলক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরবেন।
তরুণ প্রজন্মের এ নেতৃত্ব চৌদ্দগ্রামের সাংবাদিক সমাজকে আরও এগিয়ে নিবে বলে আমি আশাবাদী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page