০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মী সভা কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার ৩১ দফা বাস্তবায়নে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ মুরাদনগরে খাল দখল ও আবর্জনায় জলাবদ্ধতায় ভুগছে দুই গ্রামের মানুষ বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক কুমিল্লা সীমান্তে বিজিবি অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে- কুমিল্লায় ডা. তাহের মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

টেস্ট ড্রাই‌ভের না‌মে মোটরসাই‌কেল নি‌য়ে উধাও ! কু‌মিল্লা ডি‌বি পু‌লি‌শের হা‌তে গ্রেফতার

  • তারিখ : ১১:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • 27

নেকবর হোসেন।।
অনলাইনে বিজ্ঞাপন গত ২৪ আগস্ট দেখে এক‌টি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনতে গিয়েছিলেন এক তরুণ। কিন্তু টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তরুণ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গত ২৯আগস্ট বিকাল৪টায় সময় কু‌মিল্লা সদর উপ‌জেলার আ‌লেখারচর মায়া‌মি হো‌টে‌লের সাম‌নে।

ডি‌বি সুত্র জানায়,আবদুল্লাহ আল নোমান না‌মে এক তরুন তার কেনা নতুন এক‌টি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুক অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে অনেকে কেনার জন্য তাকে ফোন করেন। তেমনই একজন ‘আগ্রহী ক্রেতা’ মেরাজ হো‌সেন সা‌কিব (২২) নামে এক তরুণ।

প্রাথমিক কথাবার্তার পর মোটরসাইকেলটি দেখতে চান সা‌কিব। এ জন্য মোটরসাই‌কেল বি‌ক্রেতার সঙ্গে দেখা করেন কু‌মিল্লা আ‌লেখাচর মিয়া‌মি হো‌টে‌লের সাম‌নে। উভ‌য়ের মা‌ঝে কথাবার্তার এক পর্যা‌য়ে টেস্ট ড্রাইভের নামে মোটরসাইকেলটি নিয়ে উধাও হয়ে যান সা‌কিব না‌মের তরুণ। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় মোটরসাই‌কেল মা‌লিক আবদুল্লাহ আল নোমান গত ২৯ আগস্ট বিকাল ৪টায় কোতয়ালী ম‌ডেল থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

একপর্যা‌য়ে কু‌মিল্লা পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ পি‌পিএম বিষয়‌টি তদ‌ন্তপুর্বক ব্যবস্থা গ্রহ‌নের জন্য ডি‌বি পু‌লিশকে নি‌র্দেশ প্রদান ক‌রেন।

জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এলআই‌সি টি‌মের এসআই প‌রিমল চন্দ্র দাস পি‌পিএম বিষয়‌টি তদ‌ন্তের দা‌য়িত্ব পে‌য়ে অল্প সম‌য়ের ম‌ধ্যে গত ৩ সেপ্টেম্বর সাড়ে ১০ টায় নোয়াখালী জেলার মাইজদী কোর্ট এলাকা থে‌কে মোটরসাই‌কেল নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়া যুবক মেরাজ হো‌সেন সা‌কিব‌কে গ্রেফতার ক‌রেন। এ সময় তার হেফাজত থে‌কে চোরাইকৃত মোটরসাই‌কেল‌টিও উদ্ধার করা হয়। ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ক‌রে ডি‌বি পু‌লিশ।

error: Content is protected !!

টেস্ট ড্রাই‌ভের না‌মে মোটরসাই‌কেল নি‌য়ে উধাও ! কু‌মিল্লা ডি‌বি পু‌লি‌শের হা‌তে গ্রেফতার

তারিখ : ১১:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

নেকবর হোসেন।।
অনলাইনে বিজ্ঞাপন গত ২৪ আগস্ট দেখে এক‌টি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনতে গিয়েছিলেন এক তরুণ। কিন্তু টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তরুণ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গত ২৯আগস্ট বিকাল৪টায় সময় কু‌মিল্লা সদর উপ‌জেলার আ‌লেখারচর মায়া‌মি হো‌টে‌লের সাম‌নে।

ডি‌বি সুত্র জানায়,আবদুল্লাহ আল নোমান না‌মে এক তরুন তার কেনা নতুন এক‌টি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুক অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে অনেকে কেনার জন্য তাকে ফোন করেন। তেমনই একজন ‘আগ্রহী ক্রেতা’ মেরাজ হো‌সেন সা‌কিব (২২) নামে এক তরুণ।

প্রাথমিক কথাবার্তার পর মোটরসাইকেলটি দেখতে চান সা‌কিব। এ জন্য মোটরসাই‌কেল বি‌ক্রেতার সঙ্গে দেখা করেন কু‌মিল্লা আ‌লেখাচর মিয়া‌মি হো‌টে‌লের সাম‌নে। উভ‌য়ের মা‌ঝে কথাবার্তার এক পর্যা‌য়ে টেস্ট ড্রাইভের নামে মোটরসাইকেলটি নিয়ে উধাও হয়ে যান সা‌কিব না‌মের তরুণ। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় মোটরসাই‌কেল মা‌লিক আবদুল্লাহ আল নোমান গত ২৯ আগস্ট বিকাল ৪টায় কোতয়ালী ম‌ডেল থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

একপর্যা‌য়ে কু‌মিল্লা পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ পি‌পিএম বিষয়‌টি তদ‌ন্তপুর্বক ব্যবস্থা গ্রহ‌নের জন্য ডি‌বি পু‌লিশকে নি‌র্দেশ প্রদান ক‌রেন।

জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এলআই‌সি টি‌মের এসআই প‌রিমল চন্দ্র দাস পি‌পিএম বিষয়‌টি তদ‌ন্তের দা‌য়িত্ব পে‌য়ে অল্প সম‌য়ের ম‌ধ্যে গত ৩ সেপ্টেম্বর সাড়ে ১০ টায় নোয়াখালী জেলার মাইজদী কোর্ট এলাকা থে‌কে মোটরসাই‌কেল নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়া যুবক মেরাজ হো‌সেন সা‌কিব‌কে গ্রেফতার ক‌রেন। এ সময় তার হেফাজত থে‌কে চোরাইকৃত মোটরসাই‌কেল‌টিও উদ্ধার করা হয়। ধৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ক‌রে ডি‌বি পু‌লিশ।