০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লার সহিংসতায় দিলীপ কুমার নিহতের ঘটনায় যুবক গ্রেফতার

  • তারিখ : ০৭:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • 31

নেকবর হোসেন।।
কুমিল্লায় সহিংসতায় দিলীপ কুমার নিহতের ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল কুমিল্লার দেবীদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহিম ব্যাপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন রাখার অভিযোগে কুমিল্লার রাজেশ্বরী কালিমন্দিরে ইট-পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় দিলীপ কুমার দাস ওখানে পূজার্চনায় ব্যস্ত ছিলেন। ছোড়া ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ সময় মন্দিরে দায়িত্ব প্রাপ্তরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর দিলীপ কুমার মারা যান।

এ ঘটনায় ২৫ অক্টোবর নিহত দিলীপ কুমার দাসের (৬২) স্ত্রী পূজা রাণী বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় মিছিলটি মনোহরপুর দিয়ে যাওয়া সময় সাইফুলের হাতে ইট ছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার সহিংসতায় দিলীপ কুমার নিহতের ঘটনায় যুবক গ্রেফতার

তারিখ : ০৭:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

নেকবর হোসেন।।
কুমিল্লায় সহিংসতায় দিলীপ কুমার নিহতের ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল কুমিল্লার দেবীদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহিম ব্যাপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন রাখার অভিযোগে কুমিল্লার রাজেশ্বরী কালিমন্দিরে ইট-পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে। এ সময় দিলীপ কুমার দাস ওখানে পূজার্চনায় ব্যস্ত ছিলেন। ছোড়া ইটের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ সময় মন্দিরে দায়িত্ব প্রাপ্তরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর দিলীপ কুমার মারা যান।

এ ঘটনায় ২৫ অক্টোবর নিহত দিলীপ কুমার দাসের (৬২) স্ত্রী পূজা রাণী বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় মিছিলটি মনোহরপুর দিয়ে যাওয়া সময় সাইফুলের হাতে ইট ছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।