০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রেজিস্টার অফিস স্থাপনের মধ্য দিয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু — ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও স্কাফসহ ৩ জন গ্রেফতার কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে ব্যবসায়ির মাছ নিধন কুমিল্লায় প্রেমিককে ৪ টুকরো করে হত্যা; দুই দিন পর মিলাদ ও খিচুড়ি বিতরণ বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুমিল্লা নগরীর কাঁটাবিলে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুমিল্লার উন্নয়ন ও প্রতিশ্রুতি নিয়ে সদর আসনের প্রার্থী রিয়াদের সংবাদ সম্মেলন কুমিল্লার চৌদ্দগ্রামে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ভেজাল জুস ও যৌন উত্তেজক পণ্য কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড কুমিল্লা লাকসাম (মুদাফ্ফরগঞ্জ) ইসলামী ফ্রন্টের সাংগঠনিক উপজেলা কমিটি গঠিত

কুমিল্লা সিটিতে কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন চলছে

  • তারিখ : ০২:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • 8

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভিড় দেখা গেছে ভোটকেন্দ্রে। এ এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ নির্বাচনে লড়ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনজন কর্মী। তবে এদের কাউকে দল থেকে সরাসরি সমর্থন দেয়া হয়নি। তারা হলেন সৈয়দ রায়হান আহমেদ, আনোয়ার হোসেন মিঠু এবং ইয়াছিন ভূইয়া।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৫৯৬ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৪ হাজার ২৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৩৫৭ নারী ভোটার। দুটি প্রতিষ্ঠানে চারটি কেন্দ্রে ভোটা দিচ্ছেন ভোটাররা।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে পোশাক ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষঅ বাহিনীর সদস্যরা রয়েছেন।

উল্লেথ্য গত ৩১ আগস্ট মৃত্যুবরণ করেন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু।

কুমিল্লা সিটিতে কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন চলছে

তারিখ : ০২:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভিড় দেখা গেছে ভোটকেন্দ্রে। এ এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ নির্বাচনে লড়ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনজন কর্মী। তবে এদের কাউকে দল থেকে সরাসরি সমর্থন দেয়া হয়নি। তারা হলেন সৈয়দ রায়হান আহমেদ, আনোয়ার হোসেন মিঠু এবং ইয়াছিন ভূইয়া।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরীর ৫ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৫৯৬ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ৪ হাজার ২৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৩৫৭ নারী ভোটার। দুটি প্রতিষ্ঠানে চারটি কেন্দ্রে ভোটা দিচ্ছেন ভোটাররা।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে পোশাক ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষঅ বাহিনীর সদস্যরা রয়েছেন।

উল্লেথ্য গত ৩১ আগস্ট মৃত্যুবরণ করেন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু।